রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Uddalak Bhattacharya | লেখক: DEBKANTA JASH ০৯ আগস্ট ২০২৪ ১৭ : ১৩Debkanta Jash
১৯৪৭ সালের ২২ জুলাই ভারতের বর্তমান পতাকাটি গৃহীত হয় জাতীয় পতাকা হিসাবে। এই পতাকার সঙ্গে জড়িয়ে আছে নানা রকমের ইতিহাস। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এদিন আমরা যেমন দেশাত্মবোধক গান শুনি, স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের কথা স্মরণ করি, তেমনই এদিন বিভিন্ন প্রতিষ্ঠানে ও বাড়িতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করার প্রথা রয়েছে। ভারতে তিন রঙের সমাহারে তৈরি এই পতাকা। ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসে এই পতাকা ভারতের প্রাপ্ত স্বাধীনতার বার্তা গোটা পৃথিবীতে ব্যপ্ত করেছিল। জাতীয় পতাকার গেরুয়া রং ত্যাগ, সাহস ও জ্ঞানের প্রতীক। ভারতের জাতীয় পতাকার দ্বিতীয় রং হল সাদা। সাদা রং শান্তির প্রতীক। জাতীয় পতাকার তৃতীয় রং হল সবুজ। সবুজ রং হল আস্থা, উর্বরতা ও তারুণ্যের প্রতীক।মহাত্মা গান্ধী প্রথম বলেন, দেশের নিজস্ব পতাকা দরকার। ভারতের বর্তমান জাতীয় পতাকা অনুভূমিকভাবে তিনটি সমান ভাগে বিভক্ত।